জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টাকে যা জানাবে বিএনপি

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোন মতামত দিবে না বিএনপি। এ বিষয়ে দলীয় এবং জোটের শরীকদের সঙ্গে আলোচনা করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন। তবে বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবেন না।
ঘোষণাপত্র বিষয়ে মতামত দেয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথাও প্রধান উপদেষ্টাকে জানানো হবে।
এদিকে জোটের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে গণমাধ্যম যোগাযোগ করলে এক নেতা জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট সময়ের অভাবে তারা এ বিষয়ে দলীয়ভাবে এখনও হোমওয়ার্ক সম্পন্ন করতে পারেননি। ফলে বিএনপি অংশ নিলেও, তারা এ বৈঠকে অংশ নিতে পারছেন না।
এর আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে এলডিপি বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে।
আই/এ