ট্রাম্পের অভিষেক মধ্যাহৃভোজে থাকছেন না সাবেক তিন প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক মধ্যাহৃভোজে অংশগ্রহণ করবেন না বারাক ওবামাসহ দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট। অন্য দুই সাবেক প্রেসিডেন্ট হলেন বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবিলিকান পার্টির প্রভাবশালী নেতা জর্জ ডব্লিউ বুশ।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বারাক ওবামা আমন্ত্রণ পেলেও তিনি যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্য একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, বিল ক্লিনটনকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি উপস্থিত থাকার পরিকল্পনা করছেন না। অন্যদিকে, জর্জ ডব্লিউ বুশের অফিস জানিয়েছে, তারা মধ্যাহ্নভোজের আমন্ত্রণে গুরুত্ব দিচ্ছে না।
এছাড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনও অভিষেক মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পেয়েছিলেন, তবে তিনি এতে অংশ নেবেন না বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই তিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ না করলেও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে তাদের দল জানিয়েছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে জীবিত সাবেক প্রেসিডেন্টরা উপস্থিত থাকেন। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন।
এমআর//