মালানের হাফ সেঞ্চুরিতে বরিশালের সহজ জয়

প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি চিটাগাং কিংস। পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ফেলা চিটাগং আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোন রকম সংগ্রহ দাঁড় করায় ১২১ রান। ছোট রানের লক্ষ্য খুব সহজেই পার করে ফরচুন বরিশাল। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তামিম ইকবালের দল।
রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ রান করে রান আউট হন তামিম ইকবাল। বরিশাল অধিনায়কের বিদায়ের পরের ওভারেই ৪ বলে ১ রান করে আউট হন তাওহিদ হৃদয়।
এরপর দলীয় ৩২ রানে মুশফিকুর রহিম এবং ৫৩ রানে মাহমুদউল্লাহও আউট হন। ৪ উইকেট হারানো বরিশালের আপর প্রান্ত আগলে রাখা মালান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়ে দলের হাল ধরেন।
দুজন মিলে গড়া ৬৯ রানের অপরাজিত জুটি জয় এনে দেয় বরিশালকে। ৫৬ রান করে অপরাজিত থাকেন মালান।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম।