ক্রিকেট

অ্যালেক্স রসকে দলে ভেড়াল খুলনা

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যালেক্স রসকে দলে ভেড়াল খুলনা টাইগার্স।  রোববার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

গতকালই বিগব্যাশে খেলেছেন রস। তাঁর দল অ্যাডিলেড স্ট্রাইকার্স টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় যোগ দিলেন খুলনায়।  গত মৌসুমেও দুর্দান্ত ঢাকার হয়ে বিপিএল খেলেছেন রস।   সেই মৌসুমে তাঁর দল সিডনি থান্ডার টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় যোগ দিয়েছিলেন ঢাকাতে।  

প্রথমবারের মতো খেলতে এসে গেলো বিপিএলে এই অজি ব্যাটার ১১ ম্যাচ খেলে করেছিলেন ৩৫২ রান। গড় ৩৯.১১ ও স্ট্রাইক রেট ১৩৪, ফিফটি করেছিলেন ৪টি। যদিও এই পারফরম্যান্সের পরও একটি ম্যাচেও জয়ের স্বাদ পাননি রস। তাঁর দল পুরো টুর্নামেন্টে জিতেছিল ১টি ম্যাচে, সেটি রস দলের সঙ্গে যোগ দেওয়ার আগে।

এদিকে চলমান বিপিএলে ভালো অবস্থানে নেই খুলনা।  টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে জেতার পর খুলনা হেরেছে ৪টি ম্যাচে।  

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন