আমার সঙ্গে মালানের কিছুই হয়নি: তামিম

চলতি বিপিএলে একাধিক আলোচনার জন্ম দিয়েছেন তামিম ইকবাল। কোনো না কোনোভাবে তার নাম জড়িয়ে গেছে ঘটনার সাথে। অ্যালেক্স হেলসের সঙ্গে ম্যাচশেষে বাদানুবাদ, সাব্বির রহমানের সঙ্গে মাঠের ঘটনায় রেগে যাওয়া- এসব ঘটনা দেখে আলোচনা, সমালোচনা করেছেন দর্শকরা। এরমধ্যে ফরচুন বরিশাল সতীর্থ ডেভিড মালানের সঙ্গে তামিমের নতুন এক ঘটনা নিয়ে আলোচনা হয়ে গেছে এক দফা।
চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম। আউট হওয়ার পর কিছুটা বিরক্ত ছিলেন তিনি, মুখেও কিছু উচ্চারণ করতে দেখা যায়। তামিম তখন ডাগআউটের দিকে রওনা হয়েছেন। মালান নিজেও উত্তেজিত হয়ে কারও উদ্দেশ্যে কিছু বলছিলেন।
যা দেখে মনে হয়েছিল তামিমকে উদ্দেশ্য করে কিছু বলছেন মালান। কিন্তু সোমবার (২০ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে তামিম জানিয়েছেন ভিন্ন কিছু। তামিমের পুরো পোস্টটি এখানে দেয়া হলো:
‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!
মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।
কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!
এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।
ধন্যবাদ সবাইকে।‘
এম এইচ//