আন্তর্জাতিক

ভারত, যুক্তরাষ্ট্রসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি- রয়টার্স

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরপরই বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি। 

ট্রাম্পের নতুন পররাষ্ট্র মন্ত্রী মার্ক রুবিও’র আমন্ত্রণে মঙ্গলবার ওয়াশংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের পরপর একটি যৌথ বিবৃতি দিয়েছে চার দেশ। এতে তারা, চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলন নিয়ে আলোচনা করতে নিয়মিত সাক্ষাৎ করবেন বলে জানানো হয়। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া- চার দেশের কৌশলগত জোট হলো কোয়াড। 

বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ জানান। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, চীনকে মোকাবিলা নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অগ্রাধিকারের অংশ হিসেবে এই বৈঠক।      

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন