ক্রিকেট

জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের নরম সুর

নিয়ম অনুযায়ী, আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দেশের জার্সির লোগের নিচে আয়োজক দেশের নাম থাকে।  তাই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় সব দেশের জার্সিতে থাকবে পাকিস্তান লেখা।

কিন্তু বিসিসিআই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তান না লেখার সিদ্ধান্ত জানায়।  এরপরই পিসিবি বিষয়টি নিয়ে আপত্তি জানায় এবং আইসিসির হস্তক্ষেপ চায়।

তবে আইসিসির হস্তক্ষেপে সুর নরম হয়েছে বিসিসিআই-এর। তারা ভারতের জার্সিতে পাকিস্তান লেখার পক্ষে মত দিয়েছে। বিসিসিআই-এর নতুন সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া জানিয়েছেন, আইসিসির নিয়ম অনসুরণ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বানাবেন তারা।

সংবাদমাধ্যমকে সাইকিয়া বলেন, ‘আইসিসির যে নির্দেশনা আছে (জার্সি তৈরির ক্ষেত্রে) আমরা তা অনুসরণ করবো।’ তখনই বিসিসিআই সেক্রেটারিকে পাল্টা প্রশ্ন করা হয়, ‘আইসিসির টুর্নামেন্টে জার্সিতে আয়োজক দেশের নাম লোগোর নিচে লেখা থাকে। বিসিসিআই কী করবে।’  জবাবে সাইকিয়া পুনবায় বলেন, ‘আমরা আইসিসির নির্দেশনা মতো কাজ করবো।’

 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন