খেলাধুলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দ্বিপাক্ষিক সিরিজ

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে সরাসরি আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হারালো লাল-সবুজের নারীরা। এখন বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে উঠতে হবে টাইগ্রেসদের।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে  ১১৮ রানে থামে তারা। জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ান মেয়েরা।

নারী চ্যাম্পিয়নশিপের এবারের খেলা শেষ করলো বাংলাদেশ। মোত ২৪ ম্যাচ খেলে ৮ জয় ও ১১ হার সম্বল হয়েছে দলটির। যেখানে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৭ নম্বরে। বাংলাদেশের মতোই ২১ পয়েন্ট নিউজিল্যান্ডের মেয়েদের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ৬ নম্বরে আছে তারা।

ওয়েস্ট ইন্ডিজ সহজ লক্ষ্যমাত্রা পেয়ে শুরুটা বেশ ভালো করে। হাইলি ম্যাথুস ও ইয়ানা জোসেফের উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। ম্যাথুস ২২ ও জোসেফ ৩৯ রান করে ফিরেছেন। পরের কাজটুকু করেছেন শ্যামেন ক্যাম্পবেল ও ডানডি ডটিন। ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ২৫ রানে, অন্যদিকে ডটিন ৩৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল। মুর্শিদা খাতুন বিদায় নেন দ্রুতই। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক ও শারমিন আক্তারের জুটিতে ৬২ রান তোলে লাল-সবুজের দল।

এই দুই ব্যাটার বিদায় নিলে আর কোনো দিশা পায়নি টাইগ্রেসরা। ৯৪ রানে একসময় দলের উইকেট ছিল ৩ টি। এরপর ২৪ রান যোগ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে একাই ৪ উইকেট শিকার করেছেন কারিশমা রামারাক।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন