খেলাধুলা

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে টাইগ্রেস সুপ্তা

ছবি: আইসিসি

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার দৌড়ে আছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই ব্যাটার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

নারী ক্রিকেটার হিসেবে শারমিন আক্তার ছাড়াও তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ।

ছেলেদের ক্যাটাগরিতে আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ, পাকিস্তানি পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন বাইরে ছিলেন শারমিন আক্তার। এরমধ্যে আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ সেরেছেন তিনি। প্রায় দেড় বছর পর আইরিশদের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ৮৯ বলে খেলেন ৯৬ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে এই দুই ম্যাচ খেলেছে দুই দল, ফলে দুই ম্যাচের পারফরম্যান্স এখানে প্রাধান্য পেয়েছে। ডিসেম্বরে সিরিজের শেষ ম্যাচে ৭২ রান করেছিলেন শারমিন।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন