ঐক্য যেন বাকশালে রূপান্তর না হয় : মঈন খান
ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্য যেন বাকশালে রূপান্তর না হয় বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ঐক্য অবশ্যই প্রয়োজন জাতি, ধর্ম,বর্ণ,নির্বিশেষে। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ কিন্তু বাস্তবে রূপদান করা কিন্তু এত সহজ না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে সংস্কারের কথা বলছেন খুব ভালো কথা। সংস্কার তো লাগবেই। কিছু মনে করবেন না, আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেরা নিজেদের সংস্কার না করবো, ততক্ষণ কোনো সংস্কারই কাজে আসবে না’।
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশ থেকে হটানো হয়েছে। কিন্তু তার অর্থ এটা নয় যে, দেশে গণতন্ত্র ফেরত এসেছে। এই সত্যকে সবাইকে উপলব্ধি করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের স্বাধীনতা ও ভোট দেওয়ার আকাঙ্ক্ষা অর্থ, বিত্ত, বৈভব ও ক্ষমতার আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে যায়। প্রায় দুই দশক ধরে নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। এটাই সত্য। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের নেতারা সেই সত্যে বিশ্বাস না করে অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা, অবস্থান (পজিশন), মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট - এগুলোর পেছনে ছোটেন।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আইএফসি সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ প্রমুখ।