ভারতীয়দের সঙ্গে বন্ধুত্ব ভালো চোখে দেখছেন না মঈন খান
আইসিসির কোনো ইভেন্ট এলেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে মাথা চাড়া দেয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে এবারের আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটাররা ভুলে থাকারই চেষ্টা করেন। তবে এবার সেই সুযোগ দিতে একেবারেই নারাজ পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান।
মাঠে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের বন্ধুত্ব ভালো চোখে দেখছেন না মঈন খান। তিনি মনে করেন ভারতীয়দের সঙ্গে মেলামেশায় কিছু বাউন্ডারি থাকা উচিত।
সম্প্রতি পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার একটি পডকাস্টে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘ইদানীং যখন পাকিস্তান ও ভারতের খেলা দেখি, আমি একটা জিনিস বুঝতে পারি না। ভারতীয় খেলোয়াড়রা যখন ক্রিজে আসে, আমাদের খেলোয়াড়রা গিয়ে তাদের ব্যাটগুলো দেখে, তাদের পিঠে চাপড় দেয়, বন্ধুত্বপূর্ণ কথা বলে!‘
ওই পডকাস্টে মঈন খান আরও বলেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড়রা সবসময় বলতো, ভারতের সাথে যখন খেলবে, তখন কোনো সুযোগ দেয়া যাবে না। এমনকি মাঠেও তাদের সাথে কোনো কথা বলার দরকার নেই। যখন তুমি বন্ধুত্ব দেখাবে, তারা এটাকে দুর্বলতা হিসেবে নেবে।‘
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না বলে, সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু বানিয়েছে আইসিসি। আরব আমিরাতের দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি মাঠের ক্রিকেটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার আগে কথার লড়াইটা ভালোভাবেই সেরে নিচ্ছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা।
এমএইচ//