আন্তর্জাতিক

কেরালায় যৌথ বাহিনীর অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কেরালা রাজ্যের কচি শহরে বৃহস্পতিবার যৌথ বাহিনীর রাতভর অভিযানে ২৭ বাংলাদেশি নাগরিকসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও রাজ্যটির সন্ত্রাসবিরোধী স্কোয়াড এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের জেলে পাঠানো হয়েছে।

ইরনাকুলাম জেলার পুলিশ প্রধান বৈভব সাক্সেনার বরাতে শুক্রবার (৩১ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, আটক ২৭ জনের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও পাসপোর্ট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এর আগে, মুম্বাইয়ের বারসবা পুলিশ অভিযান চালিয়ে দুইজন বাংলাদেশিকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে বসবাস সংক্রান্ত  ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন