প্রবাস

৩৫ লাখ টাকা মুক্তিপণ আদায়

সৌদিতে বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করলো বাংলাদেশি চক্র!

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সৌদি আরবে বাংলাদেশি চক্রের অপহরণের শিকার বাংলাদেশি ব্যবসায়ী মো. রাসেল মিয়া (মাঝে) ছবি: বায়ান্ন টিভি

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। গেলো ডিসেম্বর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো –বিএমইটির তথ্য অনুযায়ী,' মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন। মরুর এই দেশটিতে, বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধের সাথে বেশ কয়েক জন প্রবাসী বাংলাদেশি জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি রিয়াদে একটি চক্রের বিরুদ্ধে বাংলাদেশি বেশ কয়েকজন ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। তেমনই এক ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. রাসেল মিয়া। গেলো ১১ জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি একটি জায়গায় আসতে বলে। ব্যবসায়ী রাসেল ওই জায়গায় যাওয়া মাত্রই তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ওপর চলে অমানুষিক নির্যাতন।অবশেষে দেশে থাকা পরিবারের কাছ থেকে ৩৫ লাখেরও বেশি টাকা ওই অপহরণকারীদের দিলে মুক্তি মেলে রাসেলের। 

গেলো ২২ জানুয়ারি রিয়াদের বাথা ডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অপহরণ হওয়ার পর নির্যাতন ও মুক্তিপণের করুণ কাহিনী তুলে ধরেন ভুক্তভোগী রাসেল মিয়া। সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রাসেল মিয়া বলেন, গত ১১ জানুয়ারি একটি মোবাইল নাম্বার থেকে ব্যবসার কথা বলে অপহরণ চক্রটি গুগল লোকেশন পাঠায়। নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সাথে সাথে ৮-১০ জন বাংলাদেশি তার চোখ বেঁধে মারধর করে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে টানা ৪ দিন আটকে রেখে তার উপরে অমানবিক নির্যাতন করে। শারীরিক নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক দেশে থাকা পরিবারের কাছ থেকে বাংলাদেশি টাকায় ৩৫ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় করে অপহরণ চক্রটি। টাকা পাওয়ার পর তাকে রাস্তায় ফেলে চলে যায়।

শারীরিক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধা রাসেল মিয়া। অপহরণকারীদের হাত থেকে মুক্তি পেয়ে রিয়াদের সানসিটি পলিক্লিনিকে চিকিৎসা শেষ করে তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী রাসেল মিয়া রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী রাসেল মিয়া জানান, বাংলাদেশে থাকা তার পরিবার রাজধানীর খিলগাঁও তালতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন