ক্রিকেট

অল্প পূঁজির শ্বাসরুদ্ধ ম্যাচে রাজশাহীর জয়

পারিশ্রমিক ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিলো দুর্বার রাজশাহী। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রানের পূঁজি পায় রাজশাহী। সেই রান তাড়ায় ১১৭ রানে পৌঁছাতে সক্ষম হয় রংপুর। ফলে ২ রানের শ্বাসরুদ্ধ জয় পায় তাসকিন আহমেদের দল।

রোববার (২৬ জানুয়ারি) অল্প রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় ৪৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে রাইডার্স।  এরপর রংপুর শিবিরে হাল ধরার চেষ্টা করেন সাইফউদ্দিন। শেষ ১২ বলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৩৭ রান। রংপুরকে আশা দেখাতে থাকেন সাইফউদ্দিন ও রাকিবুল হাসান। তাসকিনের প্রথম ৩ বলে ৮ রান তুললেও চতুর্থ বলে লেগ বিফোরে কাটা পড়েন রকিবুল। ৬ বলে রংপুরের প্রয়োজন ছিল ২৫ রান।

শেষ ওভারে জিশানকে বোলিংয়ে আনেন অধিনায়ক তাসকিন। প্রথম দুই বলেই ছক্কা হজম করেন তিনি। তবে পরের দুই বলে ডট দেন সাইফউদ্দিন। শেষ দুই বলে ১০ রান তুললেও হার এড়াতে পারেনি রংপুর। দুই রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ৩১ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন।  

এ সম্পর্কিত আরও পড়ুন