প্রকৃতির শীতল রাজত্বে বৃষ্টির সম্ভাবনা
![](https://bayanno.com/storage/8914/conversions/01JJK3RBC1ECTXBKANJCVPPZ3E-standard.webp)
মাঘের মাঝামাঝি শীতের নীরব রাজত্বে জমে উঠেছে প্রকৃতির আঁচল। উত্তরের হিমেল বাতাস আর পশ্চিমের কুয়াশা-ঘেরা আকাশ যেন জানান দিচ্ছে শীতের নিবিড় উপস্থিতি। সাতটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহের ছোঁয়া নিয়ে শীত আরও ঘন হয়ে বসেছে। তবে এই শীতলতার মাঝে একটুখানি উষ্ণতার প্রতিশ্রুতি নিয়ে তাপমাত্রা শিগগিরই বাড়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় এবং মৌলভীবাজার অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। শীতের এই তীব্রতা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অন্যত্র তা স্থিতিশীল থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, রোববারের মতো সোমবারও তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তিন দিন পর বৃষ্টির আভাস দেয়া হয়েছে। বিশেষ করে, এ সময়ের শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এসি//