খেলাধুলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের পরাজয়ে লাভবান বাংলাদেশ

ছবি: এএফপি

অন্যের পরাজয়ে লাভবান হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ১২০ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজদের এই জয়ে ও পাকিস্তানের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ নম্বরে উঠে গেছে বাংলাদেশ দল। পেছনে পড়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক দল। পরের ম্যাচটিতে আর সুযোগ হয়নি পাকিস্তানের। এই ম্যাচে আজ (তৃতীয় দিন) জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১২ ম্যাচ খেলে বাংলাদেশের শতকরা পয়েন্ট ৩১.২৫। মূলত প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট পরাদ্দ থাকে, ড্র করলে ৬, হারলে কোনো পয়েন্ট পায় না দলগুলো।

বাংলাদেশ এর আগে নয় নম্বরে থেকেই চক্র শেষ করেছে। এবারই প্রথম সাত নম্বরে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ২৮.২১ পয়েন্ট নিয়ে আটে এবং পাকিস্তান ২৭.৯৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে।

এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন