জাতীয়

শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা : ড. মিজানুর রহমান আজহারী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং  অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে  সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  নিজের ভেরিফায়েড পেজে এ ইস্যুতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে, দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব, ইনশাআল্লাহ।

এদিকে ৭ কলেজের ঢাবি অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ৭ কলেজ শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার এর দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণাও দেন তারা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন