সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

মাইলেজ সুবিধা,রানিং অ্যালাউন্স, বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় গতকাল মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাঁদের অনেকেই জানতেন না ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন।
এর আগে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধের এ ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।
তিনি জানান, ‘আজ বিকেলে রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমাদের মাইলেজ, রানিং অ্যালাউন্সের কোনো দাবি পূরণের আশ্বাস মেলেনি। আজ রাত ১২টা থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি।’
ওয়াই,এ,এস