আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের প্রস্তাবে ইরান ও কাতার যা বলছে

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে কাতার ও ইরান। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রয়োজনীয়তার ব্যাপারে কাতারের অবস্থান বরাবরই পরিষ্কার। আর তা হচ্ছে দ্বি রাষ্ট্র সমাধান।

অন্যদিকে ট্রাম্পের গাজা সাফের প্রস্তাবকে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। তিনি বলেন, ‘আমার পরামর্শ অবশ্য অন্যকিছু। ফিলিস্তিনিদের পরিবর্তে, ইসরাইলিদের বের করে দিন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান। এতে তারা এক ঠিলে দুই পাখি মারতে পারবে।

এর আগে, শনিবার যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুরোপুরি পরিষ্কার করতে মিশর ও জর্ডানকে আরো বেশি করে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নাগরিকদের নেয়ার আহ্বান জানায় ট্রাম্প 

ট্রাম্প বলেনআমি চাই জর্ডানমিশর ও আরব দেশগুলো গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক। আমরা সম্ভবত এখানে ১৫ লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার/সাফ করে ফেলি। ওই ভূখণ্ড নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে। এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত

তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখান করে মিশর ও জর্ডান জানিয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বিতাড়ন কোনভাবেই মেনে নেওয়া হবে না।  মিশর ও জর্ডানের পাশাপাশি গাজার সশস্ত্র সংগঠন হামাসও ট্রাম্পের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের এই প্রস্তাব মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের সমান। 

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন