আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদি আরবের

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দিয়ে সৌদি আরবের ভূখণ্ডে  'ফিলিস্তিনি রাষ্ট্র' প্রতিষ্ঠা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

গত বৃহস্পতিবার চ্যানেল ফোরটিনে একটি সাক্ষাৎকারে দেন নেতানিয়াহু। খানিকটা রসিকতা করে সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। সেখানে ভুলবশত ফিলিস্তিনি রাষ্ট্রের বদলে সৌদি রাষ্ট্রের কথা বলেছিলেন তিনি। পরে অবশ্য তিনি নিজেই ভুল সংশোধন করেন।  

রিয়াদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও, তার করা সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মন্তব্যের সরাসরি উল্লেখ করা হয়নি

মিশর ও জর্ডানও ইসরায়েলের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে কায়রো এই চিন্তাকে 'সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন' হিসেবে অভিহিত করেছে

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন