এবার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পাঠাতে চায় ইসরাইল
গাজার বাসিন্দারদের আফ্রিকার দক্ষিণ সুদানে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ইসরাইল। এই লক্ষ্যে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। বিষয়টি নিয়ে জানা আছে এমন ছয় জন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন।
ইসরাইলি এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন অনেকে। তারা বলছেন, ইসরাইলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ফিলিস্তিনি আর কখনোই গাজায় ফিরতে পারবে না। এতে উপত্যকাটিতে ইসরাইল নিজেদের অংশ হিসেবে যুক্ত করবে। পাশাপাশি সেখানে ইসরাইলি বসতি গড়ে তোলা হতে পারে।
২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই গৃহযুদ্ধে জর্জরিত দক্ষিণ সুদান। মারামারি ও হানাহানিতে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৪ লাখ মানুষ। দেশটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।
এনএস/