বাইডেনের পর ব্লিঙ্কেন ও সুলিভানের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের একদিন পরই ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নিলেন।
স্থানীয় সময় শনিবার(৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে যেসব ব্যক্তি বা কর্মকর্তা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে থাকেন তারা দেশটির সরকারের প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতেও প্রবেশ করতে পারেন। আর যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও সাবেক প্রেসিডেন্টরা কিছু গোয়েন্দা তথ্য পান।
এক দিন আগেই ট্রাম্প তাঁর পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং পান। সেগুলোর আলোকে বর্তমান প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ে তাঁরা উপদেশ দিতে পারেন।
নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে এখন থেকে জো বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আর প্রতিদিনের ব্রিফিংও পাবেন না।
প্রসঙ্গত, ২০২১ সালে বাইডেনও সে সময়ে তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।
এমআর//