ফুটবল

চ্যাম্পিয়নস লিগের শেষ রাতে যে সমীকরণ দল গুলোর সামনে

বাংলাদেশ সময় আজ রাত ২ টা।  একই সাথে শুরু হবে ১৮টি ম্যাচ, মাঠে নামবে চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া ৩৬ টি দলই।  কোন ম্যাচটা ছেড়ে কোনটা ম্যাচ দেখবেন তা নিয়ে কিছুটা ধন্দে পরে যেতে পারে ফুটবল ভক্তরা। 

এখন পর্যন্ত ১৭টি দল পরের রাউন্ড নিশ্চিত করলেও সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে কেবল দুটি দল। টেবিলের এক নম্বরে থাকা লিভারপুল এবং দুই নম্বরে থাকা বার্সেলোনা। বাকি দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে এই রাতেই। 

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগে মোট ৩৬ দল নিয়ে হচ্ছে লিগ পর্ব। যেখানে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ।  এই আট ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ পর্ব শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

 

চলুন দেখে নেই ম্যাচগুলোতে কে কোন সমীকরণে দাঁড়িয়ে: 

 

ম্যানচেস্টার সিটি-ক্লাব ব্রুগা

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অগ্নিপরীক্ষায় নামবে ম্যানচেস্টার সিটি।  সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল।  সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে হলে ব্রুগার বিপক্ষে জিততেই হবে ইংলিশ ক্লাবটিকে। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগার।

 

স্টুটগার্ট-পিএসজি

সমান ১০ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিএসজি ২২ নম্বরে আর স্টুটগার্ট আছে ২৪ নম্বরে।  এই ম্যাচটি যারাই জিতবে তারাই উঠবে প্লে অফে।  আর যদি ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারায় তবে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল।

 

পিএসভি আইন্দহফেন-লিভারপুল

লিভারপুল এখন পর্যন্ত ৭ টি ম্যাচই জিতে অবস্থান করছে টেবিলের ১ নম্বরে। সবার আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলা লিভারপুল এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই শীর্ষে থেকে শেষ করবে লিগ পর্ব।  অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে থাকা ডাচ ক্লাব পিএসভি ১ পয়েন্ট পেলেই নিশ্চিত করবে প্লে-অফ।

 

স্পোর্তিং লিসবন-বোলোনিয়া

আগেই বিদায় নিশ্চিত হওয়া ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে হারালেই প্লে-অফ নিশ্চিত হবে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের। ম্যানচেস্টার সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এই ম্যাচ হেরেও নকআউট পর্বে উঠতে পারে স্পোর্তিং।

 

বার্সেলোনা-আতালান্তা

১৮ পয়েন্ট নিয়ে বার্সা নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। ১৪ পয়েন্ট নিয়ে সাতে থাকা আতালান্তা আজ বার্সাকে হারালে তো বটেই, ড্র করেও সরাসরি শেষ ষোলোতে উঠে যেতে পারে।

 

বায়ার্ন মিউনিখ-ব্রাতিস্লাভা

বায়ার্নের প্লে-অফ খেলা নিশ্চিত। স্লোভাক ক্লাব ব্রাতিস্লাভাকে হারালে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো খেলার সুযোগ আছে ১২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা বায়ার্নের। ব্রাতিস্লাভা বিদায় নিয়েছে আগেই।

 

ইন্টার মিলান-এএস মোনাকো

ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা ইন্টার মিলানের। ফরাসি ক্লাব মোনোকোর প্লে-অফ নিশ্চিত, ইন্টারকে হারালে উঠে যেতে পারে শেষ ষোলোতে।

 

ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ

দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।

 

বরুসিয়া ডর্টমুন্ড-শাখতার দোনেৎস্ক

১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ খেলা নিশ্চিত। জিতে গেলে জার্মান ক্লাবটি সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও খেলতে পারে। ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার এই ম্যাচ জিতেও বাদ পড়ে যেতে পারে।

 

লেভারকুসেন-স্পার্তা প্রাগ

স্পার্তা বাদ পড়েছে আগেই। ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে লেভারকুসেন। জার্মান ক্লাবটি আজ জয় পেলে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতেও উঠে যেতে পারে।

 

জুভেন্টাস-বেনফিকা

 

১২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা জুভেন্টাসের প্লে-অফ নিশ্চিত। জুভেন্টাসকে হারালে ১০ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে পড়ে থাকা বেনফিকাও নিশ্চিত করবে প্লে-অফ। ম্যান সিটি ও দিনোমা জাগরেব পয়েন্ট হারালে এই ম্যাচ হেরেও নকআউট পর্বে উঠতে পারে পর্তুগিজ ক্লাবটি।

 

দিনামো জাগরেব-এসি মিলান

১৫ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে ছয়ে। আজ জিতলে সাতবারের চ্যাম্পিয়নরা সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত করবে। হেরে হেলেও সুযোগ থাকবে ইতালির ক্লাবটির। ক্রোয়েশিয়ার দিনামোর জয় ছাড়া আর কোনো উপায় নেই।

 

সালজবুর্গ-আতলেতিকো মাদ্রিদ

 

মাত্র ১টি জয়ে ৩ পয়েন্ট পাওয়া সালজবুর্গ বিদায় নিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা আতলেতিকো মাদ্রিদের জন্য ম্যাচটি শেষ ষোলো নিশ্চিত করার। পয়েন্ট হারালেও সরাসরি শেষ ষোলোতে খেলতে পারে স্প্যানিশ ক্লাবটি।

 

লিল-ফেইনুর্ড

১৩ পয়েন্ট পাওয়া লিল ও ফেইনুর্ড দুই দলই নিশ্চিত করেছে প্লে-অফ। আজ যারা জিতবে, তারা সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ পেলেও পেতে পারে।

 

অ্যাস্টন ভিলা-সেল্টিক

দুই দলেরই অন্তত প্লে-অফ খেলা নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে নয়ে থাকা ভিলা জয় পেলে উঠে যেতে পারে শেষ ষোলোতে। ১২ পয়েন্ট নিয়ে ১৮-তে থাকা সেল্টিকের সেই সম্ভাবনা একটু কম।

 

জিরোনা-আর্সেনাল

 

প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা জিরোনার বিদায় নিশ্চিত। ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনালের জন্য ম্যাচটি সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার। পয়েন্ট হারালেও শেষ ষোলো খেলা সম্ভব ইংলিশ ক্লাবটির।

 

ইয়াং বয়েজ-রেড স্টার

দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

 

স্ট্রুম গ্রাৎস-লাইপজিগ

দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন