প্লে অফের আগে টানা ৩ হার রংপুরের
টানা ৮ ম্যাচে জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিলো রংপুর রাইডার্স। কিন্তু এরপরই যেন ছন্দ হারিয়ে ফেললো দলটি। দুর্বার রাজশাহীর বিপক্ষে দুই ম্যাচেই হারের পর এবার চিটাগাং কিংসের বিপক্ষেও হারলো নুরুল হাসান সোহানের দল।
আজ বুধবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারিয়েছে চিটাগাং। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে চিটাগাংও ৫ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নায়।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। ১২ বলে ৬ রান করে আউট হন লাহিরু মিলানথা। এরপর ১২ বলে ১৫ রান করে বোল্ড হন গ্রাহাম ক্লার্ক।
দুই উইকেট হারানোর পর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করা মিথুন ১৫ বলে ২০ রান করে ফিরে যান। ৪৩ বলে ৪১ রান করে আউট হন ইমন। ২ বলে ৮ রান করে রান আউট হন শামিম।
তবে ১৮তম ওভারে চার বলে চার ছক্কার হাঁকিয়ে চিটাগংকে জয় উপহার দেন হায়দার আলী। ১৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার।