খেলাধুলা

বড় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লাল-সবুজের দল। ব্যাট করতে নেমে স্বাগতিকরা অবশ্য ফুঁসে ওঠে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েরা। এতে ওয়েস্ট ইন্ডিজ নারী দল ১০৬ রানের বড় জয়ের দেখা পেয়েছে।

বড় লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে বাংলাদেশি ব্যাটাররা একেবারেই সুবিধা করতে পারেনি। দলের সর্বোচ্চ সংগ্রহ শারমিন আক্তারের, ২২ রান। স্বর্ণা আক্তার ১৬ রান, লতা মণ্ডলের অপরাজিত ১৩ রান। এভাবে ধুঁকে ধুঁকে দলীয় শতরানও পেরোতে পারেনি বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পক্ষে চেরি আন ফ্রেসার, আফি ফ্লেচার ও হ্যালি ম্যাথিউস ২ টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কিয়ানা জোসেফ ২৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। এছাড়াও দিয়ান্দ্রা ডটিন আজও চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। এই ব্যাটার ২০ বলে ৪৯ রান সংগ্রহ করেন। এছাড়াও বাকিরাও অবদান রেখেছেন।

বাংলাদেশি বোলারদের পক্ষে ফাহিমা খাতুন একাই ৩ উইকেট শিকার করেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন