যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ; উদ্ধার তৎপরতার পাশাপাশি তদন্ত শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে এখন পর্যন্ত ১৮জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ৪জন ক্রুসহ ৬০জন যাত্রী এবং সামরিক হেলিকপ্টারে ৩ জন সেনা ছিলেন। এখন পর্যন্ত অবশিষ্ট কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৯টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে)ওয়াশিংটন ডিসিতে রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক-হক কপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দক্ষিণ ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিমান বুধবার রাত ৯ টার দিকে রিগ্যান জাতীয় বিমানবন্দরের রানওয়েতে পৌঁছনোর সময় একটি মিলিটারি ব্ল্যাক-হক কপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনার সাথে সাথেই ওয়াশিংটনের কাছে এই বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয় ৷
রিগ্যান জাতীয় বিমানবন্দরটি হল বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা আকাশসীমার মধ্যে একটি ৷ বিমানবন্দরটি হোয়াইট হাউস এবং ক্যাপিটল থেকে মাত্র তিন মাইল দক্ষিণে অবস্থিত।
দুর্ঘটনায় এখনও হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া জানা যায়নি। তবে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ফায়ার সার্ভিসের প্রধান জন ডোনেলি বলেছেন, ‘এখনও বলা যাচ্ছে না কতজন মারা গেছেন। যখন একজনের মৃত্যু হয়-তা ট্র্যাজেডি। কিন্তু যখন অনেক মানুষের মৃত্যু হয় তখন এটি অসহ্য দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়ায়। এটি একটি হৃদয়বিদারক ঘটনা যেটি কখনও পরিমাপ করা যাবে না।
এদিকে, ওয়াশিংটন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। প্রচণ্ড ঠাণ্ডা পানি আর বৈরি আবহাওয়া সত্ত্বেও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা।
ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার মেয়র মুরিয়েল বাউসার এবিষয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘ পোটোম্যাক নদীর উপর একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের পর ঠাণ্ডা পানির মধ্যে উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম চালাচ্ছেন।’
মেয়র মুরিয়েল আরও বলেন, ‘ আমরা জানি এখানে বিমানবন্দরে আসা একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। আমাদের দমকল বিভাগ, ডিসি ফায়ার এবং ইএমএস, ওয়াশিংটন মেট্রোপলিটন অঞ্চলের ফায়ার বিভাগ এবং পুলিশ বিভাগ যৌথভাবে পোটোম্যাক নদীতে এউদ্ধার অভিযান চালাচ্ছেন। খুব অন্ধকার ও তীব্র শীতকে উপেক্ষা করে ঠাণ্ডা পানিতে নেমে উদ্ধার কর্মীরা নিষ্ঠার সাথে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।’
উদ্ধার কার্যের পাশাপাশি ঘটনার তদন্তুও শুরু হয়েছে৷ সংঘর্ষের আগে বিমানের শেষ মুহূর্তগুলো বিশেষ করে বিমান ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ এবং যাত্রীবাহী বিমানের উচ্চতার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকর্মীরা।
রেডিও ট্রান্সপন্ডার থেকে পাওয়া তথ্য অনুসারে আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ বিমানটি প্রায় ৪০০ ফুট উচ্চতায় এবং ঘণ্টায় প্রায় ১৪০ মাইল গতিতে রিগ্যান জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল ৷ কিন্তু পোটোম্যাক নদীর উপর দিয়ে যাওয়ার সময় উচ্চতা দ্রুত হ্রাস পায় ৷ বোম্বারডিয়ের সিআরজে-৭০১ টুইন-ইঞ্জিনের জেটটি ২০০৪ সালে কানাডায় তৈরি করা হয়েছিল।
এমআর//