আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ‘চটেছেন’ আরব নেতারা

ছবি: সগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ফুঁসে উঠছে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনি নেতাদের পাশাপাশি জর্ডান ও  মিশর সরকারও ট্রাম্পের প্রস্তাবের তীব্রনিন্দা জানিয়েছে।

গেলো বুধবার(২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থান কখনোই ছাড়বে না।

হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদও ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছে, এই প্রস্তাব ইসরাইলের চক্রান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ।  ফিলিস্তিনি জনগণের অধিকার বিরোধী।’

 

এদিকে, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব তারাও প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে. ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন