শিক্ষার্থীদের দাবির মুখে জেলা জজসহ চার বিচারককে বদলি
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে পঞ্চগড়ের চার বিচারক অপসারণের দাবিতে আদালত ঘেরাও করে গেলো ২৬ জানুয়ারি বিক্ষোভ করেন পঞ্চগড়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে এ চার বিচারককে বদলি করেছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বদলির এই আদেশ দিয়েছেন।
তাঁদেরকে সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। বিচারকবৃন্দ হলেন পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুহেনা সিদ্দিকী।
আন্দোলনকারীরা ২৬ জানুয়ারি এ চার বিচারককে অপসারণের দাবিতে আদালত ঘেরাও করে রাখেন এবং মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ ছয় ঘণ্টা বিচারক কর্মকর্তা-কর্মচারী বিচার প্রার্থী আইনজীবী সহ সাধারণ মানুষকে অবরুদ্ধ হয়ে পড়েন।
রাত ৮ টায় জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে আদালত চত্বর ত্যাগ করেন শিক্ষার্থীরা।
আদালত সূত্রে জানা গেছে গত ২৬ জানুয়ারির পর থেকে ওই চার বিচারক আর আদালতে বসেননি। তাঁরা চারজনই ছুটিতে ছিলেন।
আদালতের ওই সূত্রটি আরো জানায়,পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
আই/এ