আবহাওয়া

কুয়াশার চাদর জড়িয়ে কাঁপছে দিনাজপুর

ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে বইছে শীতল বাতাস সাথে ঘন কুয়াশা দিনের বেলাতেও মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। শীতে কাঁপছে উত্তরের এই জেলা। আর বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষেরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। জেলা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেনএকটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি।

জেলা আবহাওয়া অফিস জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন