আবহাওয়া

মেঘ-কুয়াশায় ঢাকা পঞ্চগড়, মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ

মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় যেন শীতের রাজত্ব চলছে উত্তরের জেলা পঞ্চগড়ে। জানুয়ারি মাস বিদায় নিলেও মাঘের শেষ সময়ে শীতের দাপট থেমে নেই। গত চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে, আর তার প্রভাবে জীবনযাত্রা যেন কিছুটা থমকে গেছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, গত চার দিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের সংজ্ঞায় পড়ে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। 

কুয়াশার চাদরে ঢাকা পরিবেশে শিশু থেকে বৃদ্ধ সবাই শীতের কাপড়ে মোড়ানো। রাস্তাঘাটে মানুষের চলাচল কম থাকলেও বাজার ও কর্মস্থলে কিছুটা ভিড় রয়েছে। অনেকেই বলছেন, শীতের এই দাপটে কাজে বের হওয়া কষ্টকর হলেও সংসার চালানোর জন্য কোনো বিকল্প নেই।

এদিকে নিম্নআয়ের পরিবারগুলো শীতের কাপড় ও জ্বালানির অভাবে ভুগছে। স্থানীয়রা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্ভোগও বেড়েছে।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন