আমিরের জীবনে নতুন নারী, ফের বিয়ে করবেন অভিনেতা?
বলিউডের তিন খানের প্রতি বরাবরই ভক্তদের বরাবরই আগ্রহ প্রবল। আমির খান তাদের মধ্যে অন্যতম। নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবি উপহার দেয়ার পর তার প্রেমে পড়েছেন তাবড় সুন্দরীরা।
তবে দুই বার বিয়ে করলেও টেকেনি সম্পর্ক। দুই বার বিবাহবিচ্ছেদ হয়েছে আমির খানের। কিন্তু সাবেক দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে অভিনেতার। প্রথম স্ত্রী রিনা দত্ত। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছবির কাজ করেন রীতিমতো। গেলো বছর মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের সব অনুষ্ঠান উদযাপন করেন তিনি। তবে এবার নয়া গুঞ্জন। আমিরের জীবনে নাকি নয়া প্রেম। সহসাই করছেন বিয়ে।
যদিও মাঝে শোনা যায় ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির। সেই কারণে নাকি কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। আমিরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তার। আমির-কন্যা আইরা খানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফাতিমার। আইরার বাগ্দানে সকাল থেকে হাজির ছিলেন তিনি। তবে আইরার বাগদানে সেজেগুজে সারা দিন আনন্দ করেছিলেন যিনি, সেই োতিমার দেখা মেলেনি আমির-কন্যা আইরার বিয়েতে।
তবে ফাতিমা নন, নেপথ্যে রয়েছেন অন্য নারী। ইতোমধ্যে পরিবারের সঙ্গে আলাপ সেরে ফেলেছেন তারা। আমিরের নতুন মনের মানুষ কে?
সেই রহস্যময়ী নারী বেঙ্গালুরুর। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, বান্ধবী সম্পর্কে এখনই কিছু বলতে চান না আমির। এমনকী, বিষয়টি নিয়ে আমির নাকি বেশ সিরিয়াসও। তাই নতুন বান্ধবীকে পুরো পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ইতোমধ্যেই।
অনেকের মনেই প্রশ্ন, তবে কি আমির তৃতীয়বার বিয়ে করবেন? এর আগে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার বয়স এখন ৫৯ বছর। তাও মনে হচ্ছে আমি আবার বিয়ে করব? এটা একটু সমস্যার। তবে আমার জীবনে অনেকগুলো সম্পর্ক রয়েছে। আমার পরিবার, সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। কাছের মানুষদের সঙ্গে থাকতে পেরে আমিও খুব খুশি। আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।’
জেএইচ