খেলাধুলা

এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি ক্রিকেটার এনামুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি বিপিএলে দুর্বার রাজশাহীর প্রতিনিধিত্ব করছেন।

রাজশাহীর কয়েকজন ক্রিকেটারসহ বিপিএলের অন্যান্য দলের কিছু ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। যার মধ্যে একজন এনামুল বিজয়। চলতি বিপিএলে বেশ কয়েকটি ম্যাচকে কেন্দ্র করে ফিক্সিংয়ের কথা উঠেছে। যা নিয়ে পরবর্তীতে শীর্ষ কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।

গত ১৯ জানুয়ারি পর্যন্ত রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক। পরে তার জায়গায় তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়া হয়। সেসময় জানানো হয়েছিল, ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়াতে এনামুল হকের ওপর থেকে দায়িত্ব সরানো হয়।

দুর্বার রাজশাহী লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় লাভ করে ১২ পয়েন্ট অর্জন করেছে। দলটির প্লে-অফ খেলা নির্ভর করছে চলমান ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স ম্যাচের ওপর। 

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন