মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি, হামাস ছেড়েছে তিন ইসরাইলি জিম্মি
ইসরাইলি কারাগারে বন্দী থাকা আরও ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাধীনাকামী সশস্ত্র সংগঠন হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার পরই এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় নেতানিয়াহু সরকার। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসটি রামাল্লার কাছে বেইতুনিয়ায় পৌঁছানোর পর তারা নেমে আসেন। সেখানে জড়ো হওয়া তাদের স্বজনরা স্বাগত জানান। সেখানে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এসময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘণ পরিবেশ সৃষ্টি হয়।
মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ছিল। অন্য ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
এর আগে সকালে তিন ইসরায়েলি পণবন্দিকে রেড ক্রসের মাধ্যমে তেলআবিবের কাছে হস্তান্তর করে হামাস।
এমআর//