বিসিবিতে জরুরি সভায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি বিসিবিতে যান।
বিপিএলে মাঠের খেলা ভালো হলেও মাঠের বাইরে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে আছে স্পট ফিক্সিং। এসব নিয়ে বিসিবিও আছে জটিল পরিস্থিতিতে। ধারণা করা হচ্ছে, বিপিএল নিয়েই বিসিবির সঙ্গে আলোচনা করবেন ক্রীড়া উপদেষ্টা।
একাধিক গণমাধ্যমে বিপিএলে স্পট ফিক্সিংয়ের খবর উঠে এসেছে। যেখানে বেশ কয়েকজন ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে আজ সকাল থেকে খবর আসে, দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়কে। তবে বিসিবি পরবর্তীতে জানিয়েছে, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
এমএইচ//