আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি ও ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: রয়টার্স

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এরই পরিপ্রেক্ষিতে প্রথম কয়েক মাসের মধ্যে দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে মধ্যস্ততা করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন ট্রাম্প প্রশাসন।  চুক্তিটি হলে যুদ্ধবিরতির মধ্যেই চলতি বছরের শেষের দিকে  ইউক্রেনের প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে  এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক কর্মকর্তা কিথ কেলগ।

শনিবার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত রয়টার্সের ওই  প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ  আগেই শেষ হয়ে গেছে। যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। অন্যদিকে, যুদ্ধ চলাকালে  প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন চান না জেলেনস্কি। তবে যুদ্ধবিরতি ঘোষণা করে চলতি বছরের শেষের দিকে ইউক্রেন  নির্বাচনের আয়োজন করুক-এমনটাই চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।  

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে  কিথ কেলগ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে  চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে ইউক্রেন।

এ প্রসঙ্গে যুক্তি দিয়ে কেলগ বলেন, ‘বেশিরভাগ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময় নির্বাচন হয়। আমার মনে হয়, এটা করা গুরুত্বপূর্ণ এবং তা গণতন্ত্রের জন্য ভালো। এটাই একটি দৃঢ় গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে একাধিক ব্যক্তির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা থাকে।’

যদিও ইউক্রেন ও রাশিয়ার মারাত্মক এই সংঘাত কীভাবে শেষ করা যায় তার কৌশল সম্পর্কে এখনও ট্রাম্প প্রশাসন তেমন কিছু বিস্তারিত জানায়নি। এমনকি কখন তারা এমন পরিকল্পনা প্রকাশ করবেন, তা-ও নিশ্চিত নয়।

বিষয়টি সম্পর্কে অবহিত একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘ট্রাম্পের পরিকল্পনা এখনও পরিবর্তন-পরিমার্জন করা হচ্ছে এবং কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে কেলগ এবং হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সাথে প্রাথমিক যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনকে নির্বাচনে সম্মত হওয়ার জন্য চাপ দেয়ার বিষয়ে আলোচনা করেছেন।’

ট্রাম্প প্রশাসনের আলোচনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তি বলেছেন, কর্মকর্তারা স্থায়ী চুক্তির মধ্যস্থতা করার আগে প্রাথমিক যুদ্ধবিরতির জন্য চাপ দেয়া উচিত কি না, তা নিয়েও আলোচনা করছেন।

এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব ইউক্রেন কীভাবে গ্রহণ করবে তা স্পষ্ট নয়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধ হলে এবং রাশিয়া যদি নতুন করে শত্রুতা চালানো থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয় তাহলে ইউক্রেনে এই বছরই নির্বাচন হতে পারে।

তবে ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে বছরের শেষ নাগাদ ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ করেনি বলে ইউক্রেনীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন