বিশ বছর পর ইউনাইটেড ছাড়লেন মার্কাস রাশফোর্ড
মার্কাস রাশফোর্ড ২০ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন। তার নতুন ঠিকানা অ্যাস্টন ভিলা।
মাত্র ৭ বছর বয়সে ইউনাইটেডে যোগ দেন রাশফোর্ড। এরপর থেকে সেখানেই নিজেকে গড়ে তুলেছিলেন। ইউনাইটেডের হয়ে সিনিয়র দলে ৯ মৌসুম খেলেছেন তিনি। যেখানে ৪২৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৮ টি। দলের হয়ে ৫ টি শিরোপা জিতেছেন এই ইংলিশ ফুটবলার।
ইন্সটাগ্রামে রাশফোর্ড লিখেছেন, ‘ধার চুক্তি সম্পন্ন করার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৌভাগ্যবান যে কিছু ক্লাব আমাকে নিতে চেয়েছে, তবে অ্যাস্টন ভিলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল।‘
তিনি আরও লিখেছেন, ‘অ্যাস্টন ভিলা চলতি মৌসুমে যেভাবে খেলেছে, তা আমার খুব পছন্দ হয়েছে। কোচের আকাঙ্ক্ষাও আমার ভালো লেগেছে। আমি কেবল ফুটবলটাই খেলতে চাই এবং মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। বাকি মৌসুমের জন্য ইউনাইটেডকে শুভকামনা জানাতে চাই।‘
কোচ রুবেন আমোরিমের অধীনে রাশফোর্ডের মাঠে নামাটা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে একসময় ইউনাইটেডের হয়ে নিয়মিত খেলা এই ফুটবলার দল বদলে অ্যাস্টন ভিলাকেই বেছে নিলেন।
এমএইচ//