বিনোদন

‘হেনা কোথায়’ সংলাপের মধ্যে কিসের ইঙ্গিত দিলেন বাপ্পারাজ!

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপটি তুমুল ভাইরাল হয়েছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ চলচ্চিত্রের এই আইকনিক সংলাপটি নিয়ে এখন সব মাধ্যমেই চলছে নানা আলোচনা। চিত্রনায়ক বাপ্পারাজ অভিনীত এই সিনেমাটির সংলাপগুলো বারবার ভাইরাল হয়, যার বেশিরভাগই এই নায়কের মুখে উচ্চারিত।

বাপ্পারাজকে বলা হয় ‘বিরহের নায়ক’। পর্দায় ব্যর্থ প্রেমের গল্পে তার অভিনয় দর্শকদের মনে গভীর রেখাপাত করে। কিন্তু এবার সেই ব্যর্থ প্রেমের নায়কের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চলেছেন তিনি। নতুন এক চরিত্রে, নতুন এক জগতে প্রবেশ করতে যাচ্ছেন বাপ্পারাজ। এবার তিনি আসছেন অস্ত্র হাতে, থ্রিলার মেজাজে।

দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকলেও এবার একটি ওয়েব সিরিজে ফিরছেন তিনি। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফেসবুকে প্রকাশিত সিরিজটির টিজারে দেখা যায়, একটি দরজা খুলছে। ভেতর থেকে ভেসে আসছে ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই পুরনো গান। টেবিলে রাখা টেপ রেকর্ডারে গানটি বাজছে, পাশে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আর টেবিলেই পড়ে আছে একটি পিস্তল।

এরপরই চরিত্রের পরিচয় মেলে। তিনি সায়েম জোব্বার, একজন পুলিশ কর্মকর্তা। টেবিলে উল্টো হয়ে বসে সামনের বোর্ডে একটি লেজার লাইট ধরে বসে আছেন তিনি। বোর্ডে পত্রিকার একাধিক খবরের অংশ সাঁটানো। এরপর তিনি কথা বলেন, ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’

এরপরই পর্দায় আবির্ভূত হন সায়েম জোব্বার চরিত্রে বাপ্পারাজ। সিরিজটির নাম ‘রক্তঋণ’। টিজার থেকে বোঝা যায়, এটি একটি ক্রাইম থ্রিলার। গল্পে একের পর এক চিকিৎসক খুন হচ্ছেন। কিন্তু কেন? এর পেছনের রহস্য কী? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন পুলিশ কর্মকর্তা সায়েম জোব্বার।

বাপ্পারাজের কণ্ঠে শোনা যায়, ‘শোন হাফিজ, সব ক্রাইমের একটি হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই অপরাধের ফুটোটা বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।’

এই সিরিজে বাপ্পারাজের চরিত্রটি দর্শকদের জন্য একেবারেই নতুন। বিরহের নায়ক থেকে এবার তিনি হয়ে উঠছেন অ্যাকশনের নায়ক। তার এই নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে, তা দেখার অপেক্ষায় থাকলেন সবাই।

‘রক্তঋণ’ সিরিজটি নিয়ে উৎসাহিত বাপ্পারাজের ভক্তরা। এবার তিনি নতুন এক চরিত্রে, নতুন এক গল্পে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বিরহের গল্প থেকে এবার অ্যাকশনের জগতে প্রবেশ করছেন বাপ্পারাজ। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন