ইউএসএআইডি বন্ধে সম্মত হয়েছে ট্রাম্প: ইলন মাস্ক

আন্তর্জাতিক মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছে- এমনটি জানিয়েছেন ইলন মাস্ক। সোমবার (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইলন মাস্ক বলেন, আমি ইউএসএআইডি’র কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলেছি। ট্রাম্প এই সংস্থাটি বন্ধে সম্মত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও টেসলার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির প্রধান কার্যালয়ে ওই বিভাগের ব্যয়সংকোচন সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি নিরাপত্তা কর্মকর্তারা। এ ঘটনার পর গতকাল রোববার ইউএসএআইডিকে ‘সন্ত্রাসী সংস্থা’ বলে আখ্যা দেন মাস্ক।
ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি (ইউএসএআইডি) বন্ধ করে দেওয়ার সময় এসেছে।’
গেলো সপ্তাহে ট্রাম্পের বিদেশি অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত অমান্য করায় সংস্থাটির ৬০ জন জেষ্ঠ্য কর্মকর্তাকে বাধ্যমূলক ছুটিতে পাঠানো হয়েছে।
এনএস/