অপরাধ

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, বস্তায় লাশ ফেলা হয় হাতিরঝিলে

ফেসবুকে পরিচয়, এরপরে দেখা বলার কথা বলে মহাখালীর একট ফ্ল্যাটে নিয়ে গণধর্ষন করা হয় এক স্কুলছাত্রীকে। ৫ জন মিলে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটি নিস্তেজ হয়ে যায়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে লাশটি বস্তায় ভরে রিক্সা করে লাশটি হাতিরঝিলে ফেলা হয়। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি জানান, এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিতে তারা জানিয়েছেন, রবিনসহ ৫ যুবক মিলে ওই কিশোরীকে হাত পা বেধে ধর্ষণের পর হত্যা করে।

পুলিশ জানায়, ওই কিশোরী গত ১৬ জানুয়ারি দুপুরে জরুরী কেনাকাটার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও বাসায় না ফেরায় তার বাবা মা তাদের আত্মীয়সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে না পেয়ে ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এর পরিপ্রেক্ষিতে ২৭ তারিখে একটি মামলা করেন তিনি। এরপর কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়।

দুজনকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। দুই দিন রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁরা পুলিশের কাছে স্বীকার করেন, পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে তাঁর মৃত্যু হলে মরদেহ হাতিরঝিলে ফেলে দেয়া হয়। রবিনের সাথেই ফেসবুকে পরিয় হয় কিশোরীর।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল হাতিরঝিল থেকে অর্ধগলিত অবস্থায় ৮ম শ্রেনী পড়ুয়া ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষণের সময় কিশোরীটির হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা ছিল। হত্যাকাণ্ডে জড়িত অপর তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আসামিদের দেয়া তথ্য অনুযায়ী, রবিন পেশায় একজন গাড়িচালক। রাব্বি মৃধারও নির্দিষ্ট কোনো পেশা নেই। অভিযুক্ত অন্য তিনজনও রবিনের পূর্বপরিচিত। গত ১৬ জানুয়ারিই মেয়েটির সাথে ফোনে রবিনের প্রথম কথা হয়। ওই নাম্বারের সূত্র ধরেই পুলিশ অপরাধীদের সনাক্ত করে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন