আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়িতে বোমা বিষ্ফোরণে নিহত ১৫

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজে সোমবার গাড়ী বোমা বিষ্ফোরণে অন্তত ১৫ জন মারা গেছেনিহতদের মধ্যে ১৪ জন নারী ও ১ জন পুরুষ আছেন।  

শহরটিতে কয়েক বছর ধরে মার্কিন সমর্থিত কুর্দিস বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএস) বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত চলছে। 

হোয়াইট হেলমেট স্বেচ্ছাসেবী সংস্থার বরাতে সিরিয়ার সংবাদমাধ্যম সানা জানিয়েছে, গাড়ী বোমা বিষ্ফোরণের পর রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। নিহতের সবাই কৃষিকাজ করে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তিন দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মত বোমা বিস্ফোরণের ঘটনা । এর আগে, শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মানবিজে থাকা একটি সামরিক স্থাপনার সামনে বোমা বিস্ফোরণে চারজন বেসামরিক মানুষ মারা যায়। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন