রংপুরের শোচনীয় বিদায়, কোয়ালিফায়ারে খুলনা

টানা ৮ ম্যাচ জিতে শুরু হয়েছিল রংপুর রাইডার্সের এবারের বিপিএল যাত্রা। এরপর থেকে আর জয়ের মুখ দেখেনি দলটি। লিগ পর্বের শেষ ম্যাচ থেকে শুরু করে এলিমিনেটর ম্যাচটি হেরে বিদায় নিয়েছে রংপুর। আজ এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল রংপুর। ম্যাচটি বেশ শোচনীয়ভাবেই হেরে গেছে উত্তরবঙ্গের দলটি। আর খুলনা সহজ এক জয় নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। একাদশে ছিল নতুন ৩ বিদেশি ক্রিকেটার; আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিড। কিন্তু কারও ব্যাট হাসেনি। সৌম্য সরকার ইনিংসের দ্বিতীয় বলে রানআউটের শিকার হন। আরেক ওপেনার ভিন্স ৭ বলে ১ রানে বিদায় নেন। একে একে বাকি ব্যাটাররাও ফিরেছেন। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান এসেছে আকিফ জাভেদের ব্যাটে। তিনি ১৮ বলে ৩২ রান করেন। নুরুল হাসান ২৫ বলে ২৩ রান করে ফিরেছেন। আর বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।
শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রানে অলআউট হয় রংপুর।
খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ ৩ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে আকিফের শিকার হন মিরাজ। এরপর মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস মিলে জুটি গড়ে তোলেন। যে জুটিতেই জয় নিশ্চিত হয় রংপুরের। নাইম ৩৩ বলে ৪৮ রান এবং রস ২৭ বলে ২৯ রান করে ফিরেছেন।
এমএইচ//