ক্রিকেট

ফাইনালের আগে বরিশালের ‘লঞ্চে’ জিমি নিশাম

টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল।  ফাইনালের আগে শক্তি বাড়াতে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে ফ্রাঞ্চাইজিটি।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশামকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে বরিশাল।

বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। দ্বিতীয় কোয়ালিফায়ে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে বরিশাল। 

গত মৌসুমে নিশাম বিপিএল খেলেছিলেন রংপুরের হয়ে। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে কিউই এই অলরাউন্ডারের।

এ সম্পর্কিত আরও পড়ুন