ফুটবল

ওভারহেড কিকে ফিরমিনহোর ‘জাদু’

বক্সের ডান প্রান্ত থেকে হেডে বক্সের মাঝ খানে বল বাড়িয়েছিলেন রিয়াদ মাহরেজ।  বাতাসে ভাসতে থাকা বলের সাথে নিজেকেও ভাসিয়ে ওভারহেড কিক নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বরবার্তো ফিরমিনহো।  ধারাভাষ্যকার বলে উঠেন ‘এটা জাদু’।

সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে প্রথম মিটেই এগিয়ে যায় আল সাদ। ম্যাচের ১০ মিনিটে ফিরমিহো আল আহলিকে সমতায় ফেরানোর পর, ৩৯ মিনিটে বল জালে পাঠান আরেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজ

এরপর দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে মহারেজ গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আহলি।

 

গেলে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভাপুল ছেড়ে আল আহলিতে নাম লিখিয়েছিলেন ফিরমিনহো।  সৌদি ক্লাবটিতে এসে প্রথম মৌসুমে তেমন ভালো করতে পারেননি এই  ব্রাজিলিয়ান তারকা। পুরো মৌসুম জুড়ে করেছিলেন ৯ গোল। কিন্তু চলতি মৌসুমে ইতোমধ্যে ৯ গোল করেছেন তিনি। 

এ সম্পর্কিত আরও পড়ুন