খেলাধুলা

শততম টেস্ট খেলে অবসরে যাচ্ছেন করুনারত্নে

ছবি: গেটি ইমেজ

টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দিমুথ করুনারত্নে। চলতি সপ্তাহে গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলে বিদায় নেবেন এই তারকা ক্রিকেটার।

করুনারত্নের এই সিদ্ধান্তে পৌঁছাতে ৩ টি বিষয় কাজ করছে। শ্রীলঙ্কা ২০২৬ সালের মে মাস পর্যন্ত কেবল ২ টি টেস্ট ম্যাচ খেলবে। করুনারত্নে সাদা পোশাকে খেলার মতো তেমন ক্রিকেট আর পাচ্ছেন না লম্বা সময় ধরে। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার গত ১৪ মাস ধরে রান খরায় ভুগছেন। এবং আসন্ন গল টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শ্রীলঙ্কার জন্য শেষ ম্যাচ হতে যাচ্ছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে করুনারত্নে বলেন, এটাই ভালো সময় ছিল চলে যাওয়ার জন্য। এখানে ৩ বা ৪ জন তরুণ খেলোয়াড় আছেন, যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে আসবে।

পাশাপাশি এই ম্যাচটি গলে অনুষ্ঠিত হবে। যেখানে আমার অভিষেক হয়েছে। তো এটা আসলে সুন্দর মনে করছি, তাই এখানেই শেষ করতে চাচ্ছি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর এসএলসিকে (শ্রীলঙ্কা ক্রিকেট) বলেছি, পরের টেস্ট আমার শেষ হতে যাচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে গলে টেস্ট অভিষেক হয় করুনারত্নের। একই ভেন্যুতেই নিজের শেষ টেস্ট খেলবেন এই ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে ১৫ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৯.৯৯ গড়ে ৭ হাজার ৭৯ রান করেছেন।

শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলিয়েদের তালিকায় নাম উঠছে করুনারত্নের। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন