মোহাম্মাদপুর থেকে নিখোঁজ সেই স্কুলছাত্রী উদ্ধার
মোহাম্মাদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর মেয়েটি তার বাবার সাথে কথা বলেছে। সুবার পরিবার নওগাঁ যাওয়ার পর তাকে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর সুবা জানিয়েছে সে ভালো আছে এবং সুস্থ আছে।
ওই কিশোরী নিখোঁজের পর সিসিটিভির ফুটেজে মোমিন হোসেন নামে এক কিশোরের সঙ্গে তাকে মোহাম্মাদপুরের একটা শপিং মলে হাত ধরে হাটতে দেখা যায়। প্রেমঘটিত কারণে সুবা ওই ছেলের বাড়ি নওগাঁতে যায় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মোহাম্মাদপুর থানার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ওই ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।
আই/এ