ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ এক ঘণ্টায়!
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা খুব পরিচিত চিত্র। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই দলের ম্যাচ টিকিট বিক্রি হতে একেবারেই সময় লাগল না।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, মাত্র এক ১ ঘণ্টায় চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে দুবাইয়ে বাংলাদেশ-ভারতের ম্যাচসহ ৪ টি ম্যাচের সবগুলো টিকিট।
ভারত-পাকিস্তান ম্যাচ হলেই নিমিষেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়া এখন নিয়মিত ঘটনা। সাম্প্রতিক সময়গুলোতে ভারত-পাকিস্তান নিয়ে আলোচনা আরও বেশি হচ্ছে। এর পেছনে আছে বেশ কিছু কারণ।
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তান ভ্রমণে আপত্তি করায় অনেক নাটকীয়তা তৈরি হয়। শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু করে হাইব্রিড মডেল করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে দুই দেশের আরও বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক আলোচনা ওঠে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ আলাদা উত্তাপ ছড়াবে, তা বলাই যায়।
এমএইচ//