আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় চলছে

যতরাষ্ট্রে এক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা-ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।।  এ অভিযানে গ্যালো ৯ দিনে সাত হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।  এতে বলা হয়, কর্মকর্তারা বাড়িঘর, কর্মক্ষেত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছে।

দ্বিতীয়  মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিন থেকে গ্যালো ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তত সাত হাজার ৪১২ জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ছয় হাজার জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইসিই ৯ দিনের দৈনিক গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিউইয়র্ক সিটি, শিকাগো এবং বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরে অভিযান চালায় আইসিই। এ সব এলাকায় অবৈধ অভিবাসীদের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধ, ধর্ষণ, বন্দুক এবং মাদক কারবারের অভিযোগ রয়েছে। এছাড়া ট্রেন ডি আরাগুয়া এবং এমএস-১৩ গ্যাং সদস্যদেরও সড়ক থেকে উচ্ছেদ করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছিলন, ক্ষমতায় গেলে তিনি যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন।

গেলো ২০ জানুয়ারি  শপথ গ্রহণ করে কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও জারি করেন তিনি।

ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। সরকরি পরিসংখ্যন অনুসারে, দেশটিতে বর্তমানে এক লাখ ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে অন্তত এক লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন