ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন নারী ফুটবলার সুমাইয়া
বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে ঘটনাপ্রবাহ যেন শেষই হচ্ছে না! একের পর এক নতুন ঘটনার কথা সামনে আসছে প্রতিদিন। এবার নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া তুলেছেন গুরুতর অভিযোগ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই ফুটবলার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন।
সুমাইয়া জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার। মা-বাবার সঙ্গে অনেকটা লড়াই করেই বাংলাদেশের ফুটবলে যোগ দিয়েছেন। এমনকি বিপদে দেশ পাশে থাকবে, এমন ভাবনা ছিল তার।
মাতসুশিমা সুমাইয়া’র ইংরেজিতে দেয়া পোস্টটি বাংলায় অনুবাদ করে দেয়া হলো:
‘আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আমার আগ্রহ ছিল। মালদ্বীপে লীগ জেতা, এবং বাংলাদেশের হয়ে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ জেতা—এই যাত্রাটি আমার জন্য তিক্ত-মিষ্টি ছিল। যখন আমি এই পথটি বেছে নিয়েছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল সেই তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের বাবা-মা চান তারা শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী হোক। আমি দেখাতে চেয়েছিলাম, আবেগ এবং উত্সর্গের মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব।
কিন্তু আজ, আমি আফসোসে বসে আছি—এমন একটি দেশে, যেখানে আমাদের সংগ্রামকে মূল্যায়ন করা হয় না, আমি আমার শিক্ষা, আমার পরিবার, এমনকি ঈদ-আত্মবিশ্বাসও বিসর্জন দিয়েছি।
ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে কঠিন যুদ্ধ করেছি, বিশ্বাস করেছিলাম আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা খুবই আলাদা। একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ কখনও চিন্তা করে না। আমার এবং আমার দলের সাথীদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেটি বর্ণনা করতে ইংরেজিতে চিঠি লেখার মতো ভাষা আমার নেই। গত কয়েকদিন ধরে, আমি অগণিত প্রাণহানি এবং ধর্ষণের হুমকি পেয়েছি—এগুলো আমাকে এমনভাবে আঘাত করেছে, যা আমি কখনো কল্পনাও করিনি।
আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে কত সময় লাগবে, তবে আমি জানি, কেউ যেন তাদের স্বপ্ন অনুসরণ করতে গিয়ে এমন কষ্টে না পড়ে।‘
এমএইচ//