দেশজুড়ে

মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর

ছবি: সংগৃহীত

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই মেয়ের বয়স মাত্র ১৩ বছর। উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাতে মাদ্রাসাছাত্রীর মা ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা।   

মামলার এজাহারে নাম আসা পলাতক আসামিরা হলেন- কেচি রাকিব (২৫), আশিক (২০) এবং এক কিশোরী সহকারী। বিষয়টি গণমাধ্যমকে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, রোববার (১৩ জুলাই) পূর্বপরিচয়ের মাধ্যমে ভুক্তভোগী মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এক কিশোরী। এরপর রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবারের মধ্যে কিশোরী এবং রাকিব, আশিক ও গ্রেপ্তার কিশোর মিলে মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে।  

ভুক্তভোগীর মা জানান, গ্রেপ্তার কিশোর ও  পলাতক ওই কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।   

ওসি জুয়েল জানান, পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন