আন্তর্জাতিক

দামেস্কের টিভি ভবনে ইসরাইলি হামলা, ছুটে পালালো উপস্থাপিকা

ছবি: সংগৃহীত

ইসরাইল-সিরিয়ার চলমান সংঘাতে সিরিয়ার রাজধানী দামেস্কে রাষ্ট্রীয় টিভি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলার সময় টিভি উপস্থাপিকা ক্যামেরার সামনে থেকে দ্রুত পালিয়ে যান।

বুধবার (১৬ জুলাই) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। 

গেল তিন দিন ধরে ইসরাইল সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিশেষ করে সুইদাতে দ্রুজ সম্প্রদায়ের পক্ষে হামলা চালাচ্ছে। দ্রুজ সম্প্রদায় শিয়া ইসলামের একটি শাখা, যার প্রায় ৫ লাখ সদস্য সিরিয়ায় বসবাস করেন। ইসরাইল এই সম্প্রদায়কে নিজেদের অংশ হিসেবে মনে করে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি আমাদের প্রতিশ্রুতি বজায় রাখব।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরাইল সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে একটি অসামরিকীকৃত এলাকা হিসেবে সংরক্ষণ করবে এবং দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা আমাদের দায়িত্ব।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন